পঞ্চানন রায়, বিশেষ প্রতিনিধি: “সোনালী আঁশের সোনালী দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে কর্মশালাটির উদ্বোধন করেন জেলা পাট কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান। নীলফামারীর ডোমার উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও ডোমার পাট দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়।
উপ-সহকারী পাট কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এসময় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার একশত জন পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
উন্নত প্রযুক্তি ও সঠিক নিয়মে পাট চাষ ও পাটের জাগ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়।