ঢাকাশনিবার , ১৩ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নির্জনে নিয়ে ফেনীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৩, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

রাকিব হোসেন।। ফেনীর পরশুরামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের উত্তর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম সফিকুর রহমান সফিক (৩৫)। সে ওই গ্রামের মো. নুর নবীর ছেলে। অন্যদিকে ভিকটিম পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

এ জেলার খবর আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/ফেনীতে-ভাড়াটে-সেজে-কাউন্/

ভিকটিমের বাবা জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় মেয়েকে বকাঝকা করলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন দুপুরে উপজেলার উত্তর তালবাড়ীয়া গ্রামের সিধল চৌধুরীর পুকুর পাড় সংলগ্ন কালি মন্দিরের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তখন মেয়েটি জানায়, রাতে সে উত্তর তালবাড়ীয়া গ্রামে গেলে সফিকুর তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হলে সফিকুরের বাবা ১০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি টাকা নিতে রাজি না হলে নুর নবী চাপ প্রয়োগ করে। পরে তিনি ও তার মেয়ে পালিয়ে ফেনী শহরের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন।

পরশুরাম থানার এসআই আশরাফ হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই মাদ্রাসা ছাত্রী ও তার বাবাকে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের একটি বাসা থেকে উদ্ধার করে। পরে মেয়েটির বাবা সফিকুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শনিবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।