রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। নিজস্ব অর্থায়নে কাজ করে দিলেন পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাবেনুর আলম।
পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আমবাড়ী বাজার তালতলার
রাস্তার পাশের দোকান ব্যাবসায়ীকরা বলেন ২বছর ধরে এলাকার ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ পথযাত্রীদের তাই চেয়ারম্যানের রাস্তার মেরামতের কাজকে সাধুবাদ জানান অনেকে।
এব্যারের চেয়ারম্যান ছাবেনুর আলম বলেন : আমি জনগণের সেবক তাই জনগণের ভোগান্তি নিজে দেখে আমার নিজস্ব অর্থায়নে কাজ করছি ও ভবিষ্যতে এভাবেই কাজ করে জনগণের পাশে থাকতে চাই।