ঢাকারবিবার , ১৮ জুলাই ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

নিখোঁজের ২ দিন পর বিলে মিলল কিশোরীর মরদেহ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৮, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি | গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের দুইদিন পর বিল থেকে প্রিয়াংকা ডি ক্রোস (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নাগরীর ইউনিনের বাগদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

নিহত প্রিয়াংকা উপজেলার নাগরীর ইউনিনের বাগদী গ্রামের শংকর ডি ক্রোসের মেয়ে। সে মানিকগঞ্জের শিবালয়ের উথুলী এলাকায় একটি মিশনারি স্কুলে আবাসিক থেকে চতুর্থ শ্রেণিতে পড়তো।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মিজানুল হক জানান, শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় প্রিয়াংকা। নিখোঁজের দুইদিন পর রোববার সকালে বাড়ির পাশের বিলে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ব্যাপারে থানায় কোনো সাধারণ ডায়রি করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।