নিঃস্বার্থ ভালোবাসো
মোঃ বদরুল ইসলাম
ভালোবাসা এমন যা জোর করে কখনো ছিনিয়ে নেয়া যায়না।
কাউকে মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে হয়,
তবেই তো কারো মন পাওয়া যায়,
কোনো আইনের লম্বা দড়িতে তাকে বেঁধে রাখা যায় না।
ভালোবাসা এমন এক অনুভূতি যার প্রতিদান নেই,
নিঃস্ব হবে উজাড় করে সব দিয়ে —
অকাতরে যন্ত্রণা সইবে কারো দেয়া আঘাতে,
জীবনে আপন করে না পেলেও ভেবো তোমার ভালোবাসা সত্য,
তুমি কখনোই হেরে যাওনি।
ভালোবাসা এক অবলম্বন যা মানুষকে আশা দিয়ে বাঁচতে শেখায়।
নন্দিত হওয়ার চেয়ে নিন্দা হোকনা ঢের,
জয়ের চেয়ে পরাজয় থাকুক না ভালোবাসায়,
তবু স্বার্থের দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক
তোমার নিঃস্বার্থ ভালোবাসা।
আপনার মন্তব্য লিখুন