ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নামাজে গিয়ে রিকশা হারানো সেই ভুটে মিয়াকে রিক্সা উপহার দিলেন লতিফ প্রধান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৪, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:: গোবিন্দগঞ্জে আসরের নামায পড়তে গিয়ে অটোরিকসা হারানো ব্যক্তিকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান

শুক্রবার (২৪ জুলাই ) সকালে ভুটি মিয়ার মিয়ার হাতে নতুন অটোরিকশা তুলে দেওয়া হয়।
নতুন অটোরিকশা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।
হয়েছেন আনন্দিত।

এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন ‘ আসরের নামাজ পড়া অবস্থায় ভুটি ভাইয়ের অটো চুরি হয়েছিল। এই খবরটি শুনে প্রচণ্ড খারাপ লাগছিল। তিনি একজন অসহায় ব্যক্তি, আর একটি অটো রিকসা কেনার সম্বল তার নেই, তাই আমি তাকে অটো রিকসা কিনে দিয়েছি।

এ বিষয়ে অটোরিকশা চালক বলেন, ‘ আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল আমার রিকসাটি, চুরি হয়ে যাওয়ায় দুচিন্তায় পড়েছিলাম, আল্লাহ আব্দুল লতিফ প্রধান ভাইকে আমার কাছে পাঠিয়েছেন। তিনি আমাকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন, আমি খুব খুশি।’

উল্লেখ্য, কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের অসহায় রিক্সা চালক ভুটে মিয়া রোজগারের উদ্দেশ্যে এসে গোবিন্দগঞ্জের গরু হাটি চত্বরে তার নিজের রিক্সাটি রেখে আসরের নামাজ পড়তে গেলে চোর চক্র রিক্সাটি চুরি করায় সে তার পরিবারের জীবিকার একমাত্র সম্বল রিক্সা হারিয়ে মানবেতর জীবনযাপন করেছিল।

আপনার মন্তব্য লিখুন