ডেস্ক রিপোর্ট: নাটোরে নিজ মাদ্রাসা থেকে সতেরো দিন আগে নিখোঁজ আব্দুল্লাহ অনিক (১২) নামে এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী শিশু উন্নয়ন ও শিশু অধিকার বাস্তবায়ন সংগঠন লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- (লিডো)। নিখোঁজের সতেরো দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শিশুটির পরিবার।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মুগদা থানার ৮২০ নং জিডির মাধ্যমে শিশু আব্দুল্লাহ অনিককে তার পরিবারের কাছে তুলে দেন লিডোর প্রতিনিধি।
আব্দুল্লাহ অনিক নাটোরের উত্তর পটুয়াপাড়া গ্রামের মোহাম্মদ নাহিদ মৃধার ছেলে।
লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখার সোশ্যাল মোবিলাইজার মোঃ মাসুদ মাহাতাব জানায়, আমরা পথশিশুদের নিয়ে কাজ করি, হারিয়ে যাওয়া শিশুদের পরিবার খুঁজে পরিবারের কাছে হস্তান্তর, অনাথ এতিম শিশুদের পুনর্বাসন করা, শিশুদের অধিকার বাস্তবায়ন, শিশুদের উন্নয়ন নিয়ে কাজ করছি।
শিশু আব্দুল্লাহ অনিক কে ২/১২/২৪ তারিখে কমলাপুর রেলস্টেশনে এলোমেলো অবস্থায় ঘুরতে দেখলে লিডোর সমাজকর্মী মোঃ মাসুদ মাহাতাব তার সাথে কাউন্সিলিং করে জানতে পারে শিশুটি মাদ্রাসায় পড়বে না বলে মাদ্রাসা থেকে পালিয়ে আসে ।
আব্দুল্লাহ অনিকের পরিবার জানায়, ৩০/১১/২৪ তারিখে মাদ্রাসা থেকে চলে আসে অনিক । আজ সতেরো দিন হঠাৎ সে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আমরা সবাই দিশেহারা হয়ে যাই, রাজশাহী, রংপুর ,ঢাকা, নারায়ণগঞ্জ , বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, এবং পোস্টার লিফলেট তৈরি করে বিতরণ করি। আজ লিডোর সহযোগিতায় আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত।
লিডোর এমন মহৎ কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন মুগদা থানার ওসি,ডিউটি অফিসার , থানার,নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এবং লিডোর কমলাপুর শেল্টারের শেল্টার মাদার সাহেলা খান রিমু।