মোঃ ইব্রাহিম আলী নাটোর।। সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মো.মাসুদ রানার নেতৃত্বে ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে নাটোর সদর থানার বনবেলঘরিয়া বাজারের তিনরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আফাজ উদ্দিন (২৮), পিতা- মোঃ কফিল উদ্দিন সাংআচঁড়াখালী, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর কে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।