ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মান সনদ ছাড়া ছাড়া দই ও মাঠা তৈরির অপরাধে নাটোরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১৯ মার্চ) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) ও মাঠার অনুকূলে সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া তৈরি, বিক্রয় ও বাজারজাতের অপরাধে নিচা বাজারের জলযোগ দধি ও মিষ্টান্ন ভান্ডার এবং মোহিনী দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ তাহমিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।