মোহাম্মদ ইব্রাহিম আলী।। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও নাটোরে তিন জনের মৃত্যু সহ গত ২৪ ঘন্টায় নাটোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে পাঁচজন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৭ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৫ জনের। সংক্রমনের হার ৩১.৮০ শতাংশ।
মোট আক্রান্ত ৪৩৮২ জন। সুস্থ হয়েছেন ১৯৬৯ জন। সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩৫১জন। সরকারি হিসাব মতে এপর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের।
সদর হাসপাতালের কতুপক্ষ জানায় ,হাজেরা (৬৫) হাসপাতালের রেডজোন ও সেলিনা (৪৬) নামে অপর নারী সদর হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে সিভির সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহামন জানান,সিংড়ায় আনোয়ারা (৫০)নামে এক নারীও করোনায় মারা গেছেন।