মো: ইব্রাহিম আলী (বড়াইগ্রাম )নাটোর: চ্যানেল ২৪-এর নাটোরের স্টাফ রিপাের্টার দেবাশীষ কুমার সরকার গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়েছে।
বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে নেয়া হয়। রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। এর আগে সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর ইউনাইটেড প্রেসক্লাব সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জানান, সাংবাদিক দেবাশীষ সরকার শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছিলেন। সকালে অক্সিজেন স্বল্পতা নিয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।