মোহাম্মদ ইব্রাহিম আলী, নাটোর।। জেলা প্রশাসকের মম্মেলন কক্ষে আজ দুপুরে ফুলির তোরা হাতে তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ গোলাম রাব্বি ,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, বনপাড়া পৌরসভার মেয়র কে এম.জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, গোপালপুর পৌরসভার মেয়র রুখসানা মোর্ত্তজা লিলি, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা এবং নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির প্রমুখ।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবেগঘন কথা লিখেন। সেখানে তিনি বলেন, বিদায় বেলার ক্রান্তিলগ্নে ভাড়াক্রান্ত মনে, কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে। সবিদায়ী নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়াজ পিএএ মহোদয়-কে আমরা নাটোর জেলার ৮টি পৌরসভার মেয়র মিলে একসাথে বিদায় সংবর্ধনা দিলাম। মহান সৃষ্টিকর্তা তাঁকে ও তাঁর পরিবারকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুন।