মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার-এর নোয়াখালি প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে নাগেশ্বরী প্রেসক্লাবের আয়োজনে এবং বার্তা বাজার এর কুড়িগ্রাম -১ প্রতিনিধি লতিফুর রহমান লিংকনের ডাকে মঙ্গলবার (২মার্চ) ১১টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্ত্তিকা সেন বিল্টু, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, ছাত্র ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, বার্তা বাজার এর কুড়িগ্রাম-১ প্রতিনিধি লতিফুর রহমান লিংকন প্রমুখ।