ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নদীর চলা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

নদীর চলা
মোঃসাইফুল ইসলাম

ভাটিয়ালী গানের সুরে
যাচ্ছে মাঝিমাল্লা,
ডিঙ্গির সাথে ডিঙ্গি যেন
চলছে দিয়ে পাল্লা।

বাদলা কালে নদীর কায়ে
বইছে ভরা যৌবন,
হরেকরকম মাছের দলের
এ যেনো এক মৌবন।

দুকূল ঘেঁষে নদীর চলা
আঁকা বাঁকা পথে,
তার বুকেতে মানব চলা
জলযানের ওই রথে।

ভাঙ্গা গড়ার মাঝে তাহার
চলে দিবারাত্রি,
সুখ দুঃখ আর কষ্ট ক্লেশে
মোরা মানব যাত্রী।

নদী হলো হাজার কবির
স্বপ্ন আঁকা ছবি,
নদীর প্রেমে পড়ে তারা
হচ্ছে দারুণ কবি।

দুকূলে তার কাশ ফুলেরা
দোলে বায়ের তালে,
তা দেখিয়া প্রেমিক যুগল
ভাসায় তরী পালে।

পাখিরা সব নদীর বুকে
দল বাঁধিয়া উড়ে,
আপন মনে গানের টানে
যায় যে অচিন পুরে।

হোগল বনে নানান পাখি
কিচিরমিচির ডাকে,
নিশিরাতে শেয়াল দলে
হুক্কাহুয়া হাঁকে।