প্রতিদিনের বাংলাদেশ।। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নতুন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
সোমবার (৩১ মে) বিকেল ৫ টায় নাটোর জেলার বনপাড়া বাইপাস মোড় ওয়ালটন শোরুম এর সামনে তাকে এ ফুলেল সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান ইবনে রহমান, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ২৭ শে মে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মুনশী শাহাবুদ্দীন।