দিপংকর রায়(বিরল)দিনাজপুর।। দিনাজপুরের বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আজ বিকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু
প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃআল ইমরান সানমুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমা কান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়
তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। নৌ পরিবহন প্রতি মন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে আলোকপাত করেন। ছাত্রলীগের মূলনীতি শিক্ষা, শান্তি, প্রগতি ও ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। মাদক, সন্ত্রান, নৈরাজ্যের কোন স্থান ছাত্রলীগের স্থান দেওয়া হবে না এবং বিরল উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহবান জানান এবং প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
২য় অধিবেশনে সভাপতি কার্ত্তিক চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক মিথুন কুমার সিধু ও সাংগঠনিক সম্পাদক সৈকত দেব শর্মা কে নির্বাচিত ঘোষণা করা হয়।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষন রায়,
৩নং ধামইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেব, ৯ নং মংগল পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেদ আলী, উপজেলা যুব লীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক, সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুরজিত কুমার বাবুল প্রমুখ সহ আরও অনেকে।