ধন্য মা
খলিলুর রহমান খলিল
জন্মভূমি মায়ের বুকে
শান্তি সুখের বাসা,
মা ছাড়া যে সুখ লাগে না
অতৃপ্ত রয় আশা।
কষ্ট সয়ে মা যে সবার
সোনার জীবন গড়ে,
স্নেহময়ী মায়ের কথা
সদাই মনে পড়ে।
মা শব্দটি মধু মাখা
শুনলে ভালো লাগে,
মায়ের যাদুর ভালোবাসা
অন্তরে প্রেম জাগে।
জন্মভূমি শান্তির জায়গা
খুশিতে মন ভরে,
মা ডাকটি যে নারী শুনে
ধন্য মনে করে।
সন্তান মায়ের করলে সেবা
মুছে মনের গ্লানি,
শান্তি সুখের জীবন কাটে
স্বার্থক জনম খানি
আপনার মন্তব্য লিখুন