নিজস্ব প্রতিনিধি | দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ১০ লাখ ৫৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৫৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২১২ জনের মৃত্যু হয়েছে। দিনে দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত একদিনের রেকর্ড ছাড়িয়ে আরকদিন নতুন নতুন রেকর্ড গড়ছে। কোনোভাবেই যেন ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না।