রাশেদুল ইসলাম রাশেদ:: ‘চব্বিশের গণঅভ্যুত্থান ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। এই দেশে বসবাস করে মানুষ যদি শান্তি পায়, তবেই জুলাই বিপ্লবের জন্য শহীদ ও আহতরা শান্তি পাবেন।’ শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জুলাই বিপ্লবে‘শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা এবং জাতীয় নাগরিক পার্টির উদ্যোগো দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলা মূখ্য সংগঠক আল শাহাদাত জামান জিকো।
আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চল মূখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগ। এসময় মূখ্য সংগঠক আল শাহাদাত জামান জিকো বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে কোনও অন্যায় দেখামাত্র ছাত্র-ছাত্রীরা যেন জুলাই বিপ্লবের মতো অন্যায় বা বৈষম্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চব্বিশের গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
ইফতার ও দুআ মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজাসহ জুলাই বিপ্লবে উপজেলার আহত বীরযোদ্ধা ও তাদের পরিবারসহ অনেকেই।
রাশেদুল ইসলাম রাশেদ,
সুন্দরগঞ্জ,গাইবান্ধা
01740692923