দেশের আত্মজন
সুবল চন্দ্র বিশ্বাস
হে স্বাধীনতার অগ্রদূত,
বাঙালি বীর সন্তান,
তোমার আলোকে আলোকিত আমরা,
দেশ ও জাতির শতকোটি প্রাণ ।
আজ এদেশে বড্ড প্রয়োজন,
তোমার মতো নেতা,
তুমি প্রিয় নেতাজী সুভাষচন্দ্র,
স্বাধীনতার ত্রাতা ।
অনশন করে স্বাধীনতা ভিক্ষা,
নয়কো দেশপ্রেমিকের কাম্য,
তোমার আহ্বানে সাড়া মিলেছে,
অটুট রয়েছে ভেদাভেদ বৈষম্য ।
দেশ মাতাকে ভালোবেসে,
সঁপেছো নিজের প্রাণ,
ত্যাগের শ্রেষ্ঠ প্রতীক তুমি,
বাঙালি জাতিকে করেছো মহান ।
পরাধীনতার কবল হতে,
দেশকে করেছো মুক্ত,
অগণিত প্রাণ ঝরেছে তবু,
হয়নি এ জাতি রিক্ত ।।
তোমার মহিমা সুবাস ছড়ায়,
আলোকিত করে মন প্রাণ,
বরণীয় তুমি স্মরণীয় তুমি,
দেশ ও জাতির আত্মজন ।।
আপনার মন্তব্য লিখুন