নিজস্ব প্রতিনিধি | হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত শায়েস্তাগঞ্জ মাছের বাজার। জেলার বিভিন্ন নদী ও হাওর-বিলের মাছ ওঠে এই বাজারে। মিঠা পানির বিভিন্ন প্রকার মাছ কিনতে ভোর থেকেই ভিড় করেন পাইকারি ও খুচরা ক্রেতারা। তবে হাটের জায়গা সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান বাজার কমিটির নেতারা।
প্রতিদিন ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর দেশি মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার। রুই, কাতলা, মৃগেল বাইন, শোলসহ দেশীয় সব প্রজাতির মাছে জমে ওঠে বাজার। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। এখান থেকে মাছ কিনে ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন পাইকাররা।
শায়েস্তাগঞ্জ মাছ বাজার কমিটির সদস্য তৌহিদ মিয়া জানিয়েছেন, স্থান সংকটে মাছ কেনাবেচা সমস্যা হয়। এ মাছ বাজারে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার মাছ বিক্রি হয়।