খাজা রাশেদ, লালমনিরহাট।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর কর্তৃক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে দহগ্রাম ইউনিয়নের (গুচ্ছগ্রাম প্রকল্পের অধীনে) বসবাসরত একশত বন্যাকবলিত,পানি বন্দি অসহায় পরিবারের মাঝে জিআর চাউল/ শুকনো খাবার বিতরণ করা হয়।
এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী,
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলুসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
ত্রান বিতরণ কার্যক্রম বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী জানান, গত কয়েকদিন ধরে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্তীর পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় পাটগ্রাম উপজেলায় এ ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং,পরবর্তীতে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।