পটুয়াখালী প্রতিনিধি: প্রান্তিক জেলে হিসেবে উপজেলা থেকে সরকারি প্রকল্পের বিনামূল্যে গরু পেয়েছিলেন পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিন মুরাদিয়ার আ: রহিম খানের ছেলে বশির খান। তবে তা কিছুক্ষণ পরেই ফিরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার এর বিরুদ্ধে।
এ ঘটনায় জেলে বশির খানের সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী হারুন অর রশিদ তার পক্ষে ক্যাম্পেইন করার অনুরোধ করেন। ক্যাম্পেইন করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে আমি দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষে নেমেছি এখন আর আপনার (হারুন হাওলাদার) পক্ষে কাজ করা সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া গরু ফেরত দিয়ে যেতে বলেন। ভুক্তভোগী বশির আরও বলেন, ভয়ে উপজেলায় গিয়ে বশির খান গরু ফেরত দিয়ে আসেন। বর্তমানে গরুটা উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে আটক আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটা শতভাগ মিথ্যা। আমি ওকে একটা গরু দিয়েছি। জীবিকা নির্বাহ করার জন্য এবং ওকে আমার ক্যাম্পেইন করতে রিকোয়েস্টও করেছি। তখন ও বলেছি আমি এখনো নামি নাই। নামব। এর বেশি কিছু হয়নি। গরু কী আমার যে আমাকে ফেরত দেবে। আপনার বাস ভবনের আম বাগানে গরু বাঁধা কেন জানতে চাইলে ফোন কেটে দেন।