ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের মেয়ে “সালেহার” দুই মাসেও কোন খবর পাওয়া যায়নি।
পরিবার সূত্র জানা যায়, গত ১৭-৯-২০২০ তারিখেই পরিবারের সাথে শেষ কথা হয়েছিল সালেহার। জাফর এর হাত থেকে আমাকে বাঁচান আমার জীবন রক্ষা করুন!
এর পর থেকে জাফর চারটা (৪টা) ফোন নাম্বার থেকে সালেহার পরিবারকে দফায় দফায় হুমকি দিচ্ছে. আমি মাফিয়া গ্রুপ এবং কিলারকে ১.০০০০০ (এক লক্ষ) টাকা দিয়ে রেখেছি? বাংলাদেশের কোন থানায় যদি মামলা করা হয় এবং কোনো সাংবাদিককে যদি আমার ব্যাপারে কোন তথ্য দেওয়া হয় তোদের গুষ্টিসুদ্ধা শেষ করে ফেলবো? আমার হাত অনেক লম্বা আমি অনেককে শেষ করে দিয়েছি? জানি রাখিস সালেহা কে এমন জায়গায় ফাটিয়ে দিয়েছি জীবনে আর কোন দিন তার খোঁজ পাবি না? যদি বেশি বাড়াবাড়ি করোস্ মামলা মোকদ্দমা করোস্ তোদেরকেও সালেহার ভাগ্য বরণ করতে হবে? সাবধান করে দিলাম হুঁশিয়ার করে দিলাম? কারও কাছে মুখ খুলতে পারবি না! অসহায় সালেহার পরিবার মহা বিপাকে পড়ে গেছে?
এক দিক দিয়ে সালেহার শোকে তারা কাতর. অন্যদিকে জাফরের কিলারের হুমকিতে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করতে আছে! সালেহা কে অনেক খোঁজাখুঁজি করেছে সালেহার পরিবার! নেত্রকোনা জাফরের পরিবারের সাথে জাফরের মা. জাফরের বড় বোন. জাফরের ভাইদের সাথে সালেহার পরিবার যোগাযোগ করেছে তারা কোনো সন্ধান দিতে পারেনি।
এদিকে জাফরের পরিবারের সদস্যরা জানিয়েছে, জাফর নাকি সালেহার পরে ময়মনশিংহ (ত্রিশাল) উপজেলায় আরও একটি বিবাহ করেছে তার কাছে একটি মেয়ে সন্তান ছিল ওই মেয়েটার ও কোন হদিস নাই! বর্তমানে জাফর তিন নাম্বার স্ত্রী নিয়ে ঘর সংসার করতে আছে। সকল তথ্য জাফরের পরিবার বিশেষ করে তার মা সকল ঘটনা জানেন! জাফরের বাবা” জাফরের মা” এবং কী ভাইয়েরা” দায়ভার এডানোর কোনো সুযোগ নেই? জাফরের সাথে তাদের যোগ সোক রয়েছে?
উল্লেখ্য, গত ২০০০ এর ডিসেম্ভর মাসে ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিক অনুষ্ঠানিকভাবে জাফরের বাবা জাফরের ভাইদের জিম্মাদারীতে বিবাহ হয়। তার নামঃ- ছালেহা বেগম পিতা মৃত ফয়েজ আহম্মদ গ্রাম উত্তর সতর পোস্টঃ- চাঁদগাজী বাজার থানাঃ- ছাগলনাইয়া জেলা ফেনী। স্বামীর নাম মোঃ জাফর পিতা ক্বারী আবুল হাসেম. মাতা জোহরা আক্তার সাং বাশটি বড় বাড়ি পোস্টঃ- নাড়িয়া পাড়া থানাঃ- ও জেলা নেত্রকোণা।
সালেহার বড বোন মাবিয়া খাতুন জানান, সালেহার স্বামী পেশায় একজন কার্পেন্টার মিস্ত্রি! তার এক ছেলে এক মেয়ে রয়েছে! গত ১৭-৯-২০২০ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না! সালেহার মোবাইল ফোন বন্ধ. তার স্বামীর মোবাইল ফোনও বন্ধ! মাজে মাজে ফোন খোলে হুমকি দে. আাবার বন্ধ করে রাখে? তার আনেকগুলি মোবাইল সিম রয়েছে!