মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উষ্ণ উপহার প্রদান।
হিমালয় কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতকালে অনেক বেশি ঠান্ডা অনুভূত হয়। অনেক মানুষ আছে যারা শীতের উষ্ণ পোশাক কেনার সামর্থ্য নেই। যার ফলে শীতকালীন দূর্বিষহ জীবনযাপন করে এ এলাকার দরিদ্র মানুষগুলো। সবথেকে বেশি কষ্ট হয় সুবিধা বঞ্চিত শিশুদের। আর এসব শিশুদের কথা চিন্তা করেই ফুলকুঁড়ি আসর তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮/১২/২০২৩ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় এর বটতলায় শহরের দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতের উষ্ণ উপহার প্রদান করা হয়।
শাখা পরিচালক রাদিয়াত ইসলামের ব্যবস্থাপনায় ও শাখার সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান (শাওন) এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের পাঠাগার সম্পাদক ও দিনাজপুর অঞ্চল পরিচালক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর রংপুর মহানগর শাখার পরিচালক মারুফ জামান।
উক্ত অনুষ্ঠানে ১ম দফায় বাছাইকৃত ২৫ জন সুবিধা বঞ্চিত শিশুকে শীতের উষ্ণ উপহার প্রদান করা হয়।