শামীমা আক্তার শিমু,লালমনিরহাট: দীর্ঘ ৩১বছর ধরে মসজিদে ইমামতির পর বিদায় বেলায় মসজিদ কমিটি ও সকল মুসল্লীবৃন্দের পক্ষ হতে সংবর্ধনা পেলেন ইমাম মাওলানা মোঃ শাহাদত হোসেন।
লালমনিরহাট জেলা সদরের গোকুণ্ডা ইউনিয়নের গুড়িয়াদহ (পাঙ্গাটারী)পুরাতন জামে মসজিদে সুদীর্ঘ ৩১ বছর ধরে ইমামতি করেছেন মাওলানা মোঃ শাহাদাত হোসেন। বার্ধক্য জনিত কারণে শুক্রবার ০১ ডিসেম্বর শেষ জুম্মার নামাজ পড়িয়ে বিদায় নেন তিনি।
ইমাম শাহাদাত এর বিদায় বেলায় তার প্রতি সন্মান জানাতে মসজিদ কমিটি ও সকল মুসল্লীবৃন্দ এক বিদায় সংবর্ধনার আয়োজন করে।
উক্ত মসজিদের মুসল্লীবৃন্দ সহ এলাকাবাসী জানান, ১৯৯২ সালে গুড়িয়াদহ (পাঙ্গাটারী) পুরাতন জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন মাওলানা শাহাদত হোসেন। ছাত্র জীবনে নিজে পড়াশোনার পাশাপাশি বিনা পারিশ্রমিকে নিয়মিত মসজিদের জুম্মার নামাজ পড়াতেন।আর সবশেষে মাসিক হারে যা সম্মানী পেতেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। মাওলানা মোঃ শাহাদত মসজিদটি নির্মাণে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সবশেষ গত
শুক্রবার জুমার নামাজ পড়িয়ে ইমামতি জীবনের ইতি টানেন তিনি। এদিন প্রিয় ইমামের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে মসজিদের মুসল্লিবৃন্দ একজন ইমামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ফুলের মালা গলায় পরিয়ে সন্মানিত করেন।সেই সাথে তাদের পক্ষ হতে কিছু উপহার সামগ্রী তুলে দেন তার হাতে। বিদায় বেলায় এমন ভালোবাসা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানান মাওলানা শাহাদাত।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সত্যি একজন ইমামের প্রতি ধর্মপ্রাণ মুসল্লীরা ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন।
বিদায়ী ইমাম মাওলানা মোঃ শাহাদত হোসেন লালমনিরহাট সদর উপজেলার একই ইউনিয়নের
মৃত হাবিবুর রহমানের ছেলে।
ব্যক্তিগত জীবেনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।