দিপংকর রায়,দিনাজপুর।। দিনাজপুরে আজ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১৬জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ১৭ই এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৩ টি, শনাক্ত ১৬ জন, ফলো আপ পজিটিভ ৫ জন,শনাক্তের হার ১৪.১৫% মোট শনাক্ত ৫১৬৫ জন,মোট সুস্থ্য ৪৭৭১ জন।
নতুন করোনা আক্রান্ত শনাক্তদের মধ্যে সদরে ১২,পার্বতীপুর ৩,নবাবগঞ্জ ১জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন । মোট শনাক্ত সংখ্যা ৫০৭৬ জন, ২৪ ঘন্টায় সুস্থ ০৪ জন, মোট সুস্থ ৪৭৭১ জন, মোট মৃত্যু ১০৪ জন।
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ৮৫ টি, মোট নমুনা সংগ্রহ ৩৮৭৬৩ টি,মোট নমুনা পরীক্ষা ৩৬০২৯টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৫৪ জন , মোট কোয়ারেন্টাইন ৩১৪০২জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৩৫ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩০৮৯৭ জন, হোম আইসোলেশনে আছেন ২৭০ জন, বর্তমান রোগী ২৯০ জন।
কোভিট ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী চলমান ।।
কোভিট ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১২৮৭৪১ জন।
জেলায় কোভিট ১৯ সংক্রমণ রোধে সিভিল সার্জন ডাঃ মো আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ৩ সদস্যের কন্ট্রোল রুম এবং আক্রান্ত, হোম কোয়ারান্টাইন, আইসোলেশন নিশ্চিতকরন ও টেলিমেডিসিন সেবা প্রদানের লক্ষ্যে ৭ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা হলেন
ডাঃ মোস্তাজ আফিন সিলভি, ডাঃ মিনারা আফরিন, ডাঃরাবেয়া বসরী,ডাঃ শারমিন আক্তার, ডাঃ নওশাদ আলম সিদ্দিক, ডাঃ তিথি ধর, ডাঃ আরমিনা খাতুন। দিন রাত ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।।