রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। দিনাজপুর জেলার গত ২৪ ঘন্টায় ৭৪৪ টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
আক্রান্তের হার বাড়লে ও
দিনাজপুর জেলার সদর উপজেলায় করোনার উর্ধ্বগতি রোধে ঘোষিত লকডাউনের তৃতীয় দিন চলছে।
এরপর সংক্রামণ বাড়ছে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৭৫ জনের মধ্যে ১৯০ জনই সদরের।
এছাড়াও সদরের ৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও জেলার বিরামপুরে ২৬ জন,বিরলে ১৫ জন, ফুলবাড়ীতে ১৪ জন, পার্বতীপুরে ১৩ জন, নবাবগঞ্জে ৫ জন, হাকিমপুরে ৪ জন, কাহারোলে ৪ জন, বোচাগঞ্জ ৩ জন, খানসামা ৩ জন, ঘোড়াঘাট ৩ জন, বীরগঞ্জে ২ জন, চিরিরবন্দরে ২ জন রয়েছেন।