রাজধানীর গোপীবাগের নিজ বাসায় বুধবার ভোর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার দুপুরে এই সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এ সময় সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘২০ থেকে ২৫ জন যুবক ভোর রাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাই-কমান্ডকে জানিয়েছি। এই নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।’
এ বিষয়ে পুলিশ কি বলেছে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমারা আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি ভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও তারা আমাকে আশ্বস্ত করেছেন।’
বিজয় দিবসের এই দিনে সাবেক এক মুক্তিযোদ্ধার বাসায় হামলার বিষয়টি আপনি কিভাবে দেখেন- এমন প্রশ্নের জরাবে ইশরাক বলেন, ‘এটা যে বা যারাই করেছে- এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরণের উস্কানিমূলক পদক্ষেপে কখনো পা দিবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে বলে আপনারা সন্দেহ করছেন কিনা- এই প্রশ্নে ইশরাক বলেন, ‘আমি কাউকে কোন সন্দেহ করছি না।’