আন্তর্জাতিক প্রতিবেদক | নাগরিকদের গণহারে টিকা দেওয়ার পর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তুরস্ক ৬ সেপ্টেম্বর দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে।
সোমবার দেশটির শিক্ষামন্ত্রী জিয়া সেলকুক একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আনাদোলুর।
সাক্ষাৎকারে করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস যেন সবাই করতে পারে সেজন্য মন্ত্রণালয়ের নেওয়া নানা উদ্যোগের বিষয় তুলে ধরেন সেলকুক।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ ট্যাব বিতরণ করা হয়েছে যেন তারা অনলাইনে ক্লাস করতে পারে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯০ শতাংশের কাছাকাছি শিক্ষক করোনার টিকা পেয়েছেন।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে দেশে ইতোমধ্যে প্রায় ৫২.৬২ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। ৩৫.৮৮ মিলিয়ন মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছেন আর ১৫.৬৬ মিলিয়ন মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। আর ১ মিলিয়নেরও বেশি মানুষ করোনা টিকার তৃতীয় ডোজ পেয়েছেন।
ইতোমধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে তুরস্কে।