(তুমি আমি আর গোলাপ)
মিতি হালদার।।
মনে পড়ে,কৈশোরের প্রথম অনাবিল প্রেমের হাতছানি,
তোমাকে দেওয়া আমার,একটা লাল গোলাপের আমন্ত্রণ।
কিশোরী তুমি স্বীয় অস্তিত্ব আবিষ্কারে, ছিলে সেচ্ছাচারিনী,
আর আমি,আমার নিজস্বতা উজাড় করে,রচেছিলাম উপেক্ষিত গল্পকাহন।
তোমার মনের সীমান্তে আমি ছিলাম দাড়িয়ে,
একটা লাল গোলাপ নিয়ে,আমার উন্মুক্ত হাতটা বাড়িয়ে,
যদি ছুঁয়ে দেখতে গোলাপের নরম পাপড়ি একটিবার,
তোমার ভালোবাসায় অঞ্জলি দিত তারা,বারবার ।
মনে পড়ে,সেই অপ্রত্যাশিত আমাদের দ্বিতীয় আলাপের দিন,
একটা বৃষ্টিস্নাত যুবতী গোলাপ লাগছিলো তোমায়,
তুমি লাল শাড়ি পরে বাসস্ট্যান্ডে দাড়িয়েছিলে যেদিন,
বহুবছর পর তোমায় দেখে তাই,আমিও হারিয়ে গিয়েছিলাম মুগ্ধতায়।
সেদিনের বৃষ্টিতে চন্দনরঙা তোমার শরীরের আঁচে,
আমার ভেতরের যুবক "পুরুষটি",দ্বিতীয়বার প্রেমিক হয়েছিল,
তাই স্বপ্নের দেশে,মনের কাঁচে -
আমার ভালোবাসা,তোমাকে নিয়ে আরেকটিবার,"প্রেয়সীর" জলছবি এঁকেছিল।
মনে পড়ে,আমাদের ভালোবাসার রঙিন সেই দিন,
কন্টকাবৃত গোলাপ গাছটির শাখায়,
একটা লাল গোলাপ ফুটেছিল যেদিন,
সেই রক্ত লালকে ছিড়ে সাজিয়েছিলাম,তোমার কুন্তল খোঁপায়।
তারপর অনেক বছরের যত্নে তিলিতিল করে সাজিয়েছিলাম আমাদের গোলাপের বাগান,
লালের সম্ভারে লালে ভরে উঠেছিলো ভালোবাসার জলে,
একদিন হঠাৎ অজানা এক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে,এলো বিদ্যুতাহ্বান,
সম্পর্কের মতো বাগানটাকেও হারালাম,ছিন্নতার বিরহজালে ।
মনে হয়,তুমি আমায় কোনদিনও তোমার গোলাপের রঙে কিংবা ব্যক্তিত্বে রাখোনি,
আমায় রেখেছিলে,তোমার মিথ্যে অভিনয়ের বাহ্যিকতায়,
আমি কোনোদিনও তোমার আলসে অবসর হতে পারিনি,
থাকতে পারিনি,তোমার হাজারো ব্যস্ততায়।
তুমি জানো?পুরনো ডায়েরির হলদেটে পাতার কফিনে রাখা,
সেই রক্ত লাল গোলাপের কঙ্কালটা,আজও মনে করিয়ে দেয় বারবার,
জীবনে দেখা হয়েছিল,একটিবার ভালোবাসার সাথে আমার ,
তফাতটা এটুকুই ,মিথ্যে ছিল না আমার ভালোবাসা,
কিন্তু সত্যি ছিল অভিনয়টা তোমার ।
লেখক: মিতি হালদার