খাজা রাশেদ, লালমনিরহাট।। কৃষক বাঁচাও-কৃষি বাঁচাও-দেশ বাঁচাও,দুনিয়ার মজদুর এক হও এক হও শ্লোগানে তিস্তা নদীর করাল গ্রাসে নদী পাড়ের অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাড়ি -ঘর, ফসলি জমি,গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আজ তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব। সে কারণে নদী ভাঙ্গন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মারাইরহাট বাজারের দক্ষিণে তিস্তা নদীর পাড়ে বাংলাদেশ কৃষক সমিতি রাজপুর ইউনিয়ন শাখা সদর, লালমনিরহাটের আহবানে উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজপুর ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি মোজাম্মেল হক।
বক্তব্য রাখেন, মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক এ্যাড.মধুসূদন রায়,এ্যাড.চিত্তরঞ্জন রায় মন্টু, গোপাল রায়,মাখন লাল রায় প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে গৃহহীনদের গৃহ নির্মাণের ব্যবস্থা,গৃহহীনদের খাবার ও আর্থিক সহায়তার ব্যবস্থা,তিস্তা নদীর ভাঙ্গন রোধে নদী খনন করে নাব্যতা বৃদ্ধি ও তিস্তা নদী ভাঙ্গন স্থায়ী বাধ নির্মাণের দাবি জানানো হয়।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কয়েক শতাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।