ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, বলে কাকে খোঁচা দিলেন অপু বিশ্বাস

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৫, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: বছরখানেক হলো অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অপু বিশ্বাস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা। ভিন্ন ভিন্ন লুকে প্রায়ই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন তিনি। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন অপু। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন অপু বিশ্বাস, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’

বর্তমানে ঢালিউড কুইন অপু বিশ্বাস হাজির হচ্ছেন নতুন নতুন কাজ নিয়ে। বৈচিত্রময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায়। নিয়মিত ব্যায়াম করেও ফিটনেস ধরে রেখেছেন তা ছবিতে স্পষ্ট। আসন্ন ঈদের ফটোশুট ছাড়াও নতুনভাবে সামনে এলেন অপু বিশ্বাস। এবার কালো পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’ এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অপুর রূপের বেশ প্রশংসা করেছেন। মুনিয়া জাহান লিখেছেন, ‘বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘এই পিক গুলায় সত্যিই দেখতে ভালো লাগছে।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপু বিশ্বাস। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো দুজনে পূরণ করেন।