ইউটিউব দেখে ড্রাগন চাষে সফল সুন্দরগঞ্জের শাহাবুদ্দীন!
Script:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইউটিউব দেখে ড্রাগন চাষ করে সফল হয়েছেন শাহাবুদ্দীন মন্ডল নামের এক কৃষক। ইউটিউবে কৃষি ভিত্তিক প্রামাণ্য চিত্র দেখে আগ্রহ জাগে ড্রাগন চাষের। শুরুর দিকে স্বল্প পরিসরের খামার এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয় শ্রমিকদের৷
প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত:
গাছে গাছে ঝুলছে নানান রংগের, নানান স্বাদের সুমিষ্ট ফল লাল টুকটুকে ড্রাগন৷ বাগানের পরিচর্যায় ব্যস্ত শ্রমিক, এমন চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজ গ্রামের কৃষক শাহাবুদ্দীন মন্ডলের ড্রাগন বাগানে।
এম.এ পাশ করার পরও চাকরির পেছনে না ছুটে শুরুতে পোল্ট্রি ব্যবসা শুরু করেন শাহাবুদ্দিন। করোনা মহামারীর সময় পোল্ট্রি খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে মানসিক অস্থিরতা কাটিয়ে নতুন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।
বিকল্প কর্মসংস্থান খুঁজতে গিয়ে ইউটিউবয়ে পাওয়া কৃষি ভিত্তিক প্রামাণ্য চিত্র তাকে আগ্রহী করে তোলে ড্রাগন চাষে। এরপর দেশের বিভিন্ন প্রান্তের ড্রাগন বাগান পরিদর্শন করে মনে গেঁথে নেন ড্রাগন চাষের। তারপর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী শুরুতে ৩ একর জমিতে ২৪০০ সিমেন্টের খুঁটিতে রোপণ করেন ১০ হাজার ড্রাগনের চারা৷ ১৭ থেকে ১৮ মাসের মধ্যে বাগানে আসতে শুরু করে ফলন। পরিশ্রম আর একাগ্রতায় আর পিছনে ফিরে তাকাতে হয় নি। শখের বসে পরিণত খামার এখন চালু হয়েছে বাণিজ্যিক খামারে। গত মৌসুমেও বাগান থেকে বিক্রি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার ফল। পৃষ্ঠপোষকতা পেলে খামারের পরিধি আরে বাড়াতে চান এই খামারি।
১. ভক্সপপ: শাহাবুদ্দীন মন্ডল, বাগান উদ্যোক্তা
শাহাবুদ্দীনের খামারের ড্রাগন বিক্রি হয়ে যাচ্ছে বাগান থেকে। আর বাগানের উৎপাদিত ড্রাগন স্থানীয়ভাবে পুষ্টির চাহিদার জোগান দেয়াসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানান স্থানীয়রা।
২. ভক্সপপ: স্থানীয় লোকজন ও শ্রমিকসহ ৩ জন
উদ্যোক্তাদের পরামর্শ দেয়াসহ প্রযুক্তী সহায়তায় সবসময় কৃষকদের পাশে আছে সুন্দরগঞ্জ কৃষি বিভাগ বলে জানালেন কৃষি কর্মকর্তা।
৩. ভক্সপপ: রাশিদুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা।
শাহাবুদ্দীন মন্ডলের মতো সফল চাষীদের হাত ধরে একদিন গড়ে উঠবে বেকারমুক্ত সফল বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।
রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা
01740692923