পঞ্চানন রায়,বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় মুক্ত চিন্তার দৈনিক আজকালের খবর পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০জানুয়ারী) দুপুরে ডোমার রিপোর্টার্স ক্লাবের সার্বিক সহযোগীতায় পত্রিকার উপজেলা প্রতিনিধি সত্যেন্দ্রনাথ রায় অনুষ্ঠানের আয়োজন করেন।
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সহ সভাপতি জাকির হোসেন হিটলার, প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সাধারন সম্পাদক রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন,পঞ্চানন রায়, শাহিনুর ইসলাম,রাশেদুল ইসলাম আপেল,মানিক ইসলাম, সবুজ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।