পঞ্চানন রায়, নীলফামারী।। নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কে ট্রাকর চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৭৫) নাম এক সাইকল আরাহী বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মৃত আমির হোসন বোড়াগাড়ী ইউনিয়নর বাগডাকরা গ্রামের প্রধানপাড়ার মৃত এনায়ত উল্ল্যার ছেলে।
প্রত্যক্ষদশিরা জানায়, সোমবার বিকালে ডোমার অভিমূখী শালকী ব্রীজ এলাকায় বাড়ী ফেরার পথে কাঠবাঝাই ট্রাকর সাথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দেয়।
এ ব্যাপার ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঢাকা মেট্রো ট ১৮-৩০৩৫ নম্বরর একটি ট্রাকর চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত মরদেহ উদ্ধার করি। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।
আপনার মন্তব্য লিখুন