ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু টেস্টে দীর্ঘ লাইন, চব্বিশ ঘন্টায় মৃত্যু ১৪

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২৫, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার,ঢাকা:: রাজধানীতে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করার পর থেকেই চিকিৎসা ও পরীক্ষায় রোগীর ভোগান্তি বাড়ছে। সরকার একে স্বাভাবিক করতে নানা উদ্যোগ নিলেও এখনও তা হয়ে উঠেনি। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য দীর্ঘলাইনে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। সরেজমিনে শুক্রবার (২৫ আগস্ট) বিভিন্ন হাসপাতাল ঘুরে এ দৃশ্য দেখা যায়।

মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ছেলেকে নিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে যান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রফিকুল ইসলাম। শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় দ্রুতই পেয়ে যান টেস্টের জন্য রক্ত দেওয়ার সিরিয়াল।

রাত ৮টায় রিপোর্ট দেওয়ার কথা থাকলেও সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন রাত ৯টার পর দেওয়া হবে রিপোর্ট। এ সময় তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। মানুষের প্রচুর ভিড় থাকায় এসির মধ্যেও ঘাম ঝরছিল রিপোর্ট নিতে আসা রোগী ও স্বজনদের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (চব্বিশ ঘন্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৭ হাজার ৫৬৮ জন।

আপনার মন্তব্য লিখুন