ঠেকাও, সমূলে বিনাশ থেকে
মোঃ হাবীবুর রহমান
ভাবনায় পাপ কর্মে ও পাপ
পাপে সয়লাব সব,
যেদিকে তাকাই শুধু মনে হয়
পাপের মহোৎসব!
তুমি তো মহান শকতি অপার
তুমি খোদা দয়াময়,
দয়া করো মোরে দাও সে আশিস
পাপ যেন দূরে রয়।
অডিও ভিজুয়াল আড্ডায় মাতি
ইবাদাতে দেই ফাঁকি,
ফজরের কালে সুখে নিদ্ যাই
সারারাত জেগে থাকি!
রেডিও টিভি নেট সংযোগে
তথ্য প্রবাহে গতি,
মিলেমিশে সব এক হয়ে গেছে
বিজাতীয় সংস্কৃতি!
ভাবনার যানে ড্রাইভিং সিটে
বসে গেছে শয়তান,
নীতি-নৈতিক মাপকাঠি যেন
হয়ে গেছে ম্রিয়মাণ।
কোথায় চলেছি কী যে আমি চাই
লক্ষ্যে নেইকো স্থির,
গড্ডালিকায় ভেসে যেতে যেতে
হারিয়ে ফেলেছি তীর।
কিসের যে মোহে ছুটিছে সকলে
প্রগতির চাকা ঘোরে,
মানব তনু-মন যেন যন্ত্র এখন
শান্তি গিয়েছে দূরে!
যেদিকে তাকাই খুঁজে নাহি পাই
কাঙ্খিত সুখী প্রাণ,
সংঘাতে ত্রাসে দেখি যে আজিকে
ধরণী কম্পমান।
গিয়েছি বিপথে বহুদূর তক্
শয়তানি রথে চেপে,
ওহে দয়াময় মোদেরে ঠেকাও
সমূলে বিনাশ থেকে।।