সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে নৌকার মাঝি চূড়ান্ত করেছে দলটি।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঠাকুরগাঁও-১ আসনে কোন পরিবর্তন ছাড়াই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি ১৯৯৭ উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার, ২০১৪ সালে ৩য় বার এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৪র্থ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
ঠাকুরগাঁও-২ আসনে ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপিকে পরিবর্তন করে তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ১৯৯৫ সালে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর অদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন।
ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মনোনয়ন পেয়েছেন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনায়ন নিয়ে ১৯৯৬ সালে ঠাকুরগাঁও-৩ হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করায় পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতাও চেয়েছেন প্রার্থীরা। সে সাথে ঠাকুরগাঁও জেলাকে একটি স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।