স্টাফ রিপোর্টার: প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আজ শনিবার (২৪ জুন) আগাম টিকিটে প্রথম দিনের ট্রেনযাত্রা শুরু হয়েছে।
এদিন সকাল ৬টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। আর ঈদযাত্রার প্রথম দিনেই স্টেশনে তুলনামূলক ভিড় ছিল চোখে পড়ার মতো।
তবে এবারও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। প্রতিটি যাত্রীকে অনলাইন মাধ্যমে কাটা টিকিট দেখিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একই সঙ্গে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রও সঙ্গে রাখতে হচ্ছে। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট।