ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক শ্রমিক ইউনিয়নের সভায় মারপিটের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৩, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শ্রমিক নেতা কোরবান আলীকে মারপিটের ঘটনায় সদর থানায় ১৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিনের নির্বাচন না হওয়ায় বিভিন্ন সময়ে শ্রমিক নেতা কোরবান আলীর নেতৃত্বে নির্বাচনের দাবীতে আন্দোলন করে আসছেন জেলার সাধারণ শ্রমিকরা। এনিয়ে শ্রমিক নেতা কোরবান আলীর সাথে জেলা ট্রাক শ্রমিক ইউনিনের সাবেক সভাপতি পুলিন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দ্বন্দ্ব চলছিল।

আন্দোলনের মুখে ত্রি-বার্ষিক সাধারণ সভার শনিবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। ওইদিন দুপুরে সোয়া ১টায় শ্রমিক নেতা কোরবান আলীর নেতৃত্বে কালেক্টরেট মাঠ থেকে শ্রমিকদের একটি মিছিল জেলা পরিষদ অডিটোরিয়ামের দিকে আসেন। মিছিলটি জেলা পরিষদ অডিটোরিয়ামের প্রবেশ গেটে আসামাত্র পুলিন চন্দ্র রায় (৫৫) ও রাজাকারের ছেলে আবুল কালাম আজাদের (৪৬) লোকজন মিছিলটিতে বাঁধা দেয়।

পরে তাদের হুকুমে শহরের চিহ্নিত সন্ত্রাসী রাব্বি (৩০), আকাশ (২৬), সোহেল (৩৫), জুয়েল শেখ (৩২), মাহাবুর (৪৫), ছাইদুল (৪২), অহিদুল ইসলাম (৪৫), সজল শেখ (৩০), এনামুল হক (৩৫), আরিফ (৩২), মোহন (৩০), হৃদয় (২০), ব্রেড মেরুন (৩২), আশরাফুল (৩০) সহ ৩০/৩৫ জন হকস্টিক, রাম দা, লোহার রড ও চেন দিয়ে কোরবান আলীকে মারপিট করেন। লোহার রড ও চেনের মারপিটের আঘাতে কোরবান আলীর শরীরের বিভিন্ন স্থানে ফাঁটা রক্তাক্ত জখম সৃষ্টি হয়। ওই সময় আহত কোরবান আলী পকেটে থাকা ৯২ হাজার ৫শ টাকা জোড়পূর্বক ছিনিয়ে নেয়া হয়।
এতে আহত কোরবান আলীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজিঃ নং-১২৩৭/২১৬, বেড নং-৪৭, তাং ২৯/০৭/২০২৩ ইং। পরে কোরবান আলীর অবস্থা বেগতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যার রেজিঃ নং-২১৩৯/৫, এস/এল-৫৮৫, এমএনএস বিভাগ-১৯ ওয়ার্ডে পি-৩, তাং ২৯/০৭/২০২০ ইং।

শ্রমিক ইউনিয়ন নেতা কোরবান আলী বলেন, ২৯ জুলাই, শহরের চিহ্নিত সন্ত্রাসীরা আমার উপর হামলা করেছে। আমি দীঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ১২ আগষ্ট, চিহ্নিত সন্ত্রাসী ১৭ জন সহ অজ্ঞাত ৩০/৩৫ জনের নামে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছি। আমি আইনের মাধ্যমে সঠিক বিচার চাই।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে সাধারণ সভায় হট্রোগোলের ঘটনায় কোরবান আলী ১৭ জনের বিরুদ্ধে একটি লিখিত এ জাহার দায়ের করেছেন। যা তদন্তধীন আছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন