বাংলাদেশে এমনটা হচ্ছে এবারই প্রথম। সেটি করছেন এসএ টিভির পর্দায়, নির্মাতা নোমান রবিন। টিভি ও সিনেমাকে টপকে গোটা বিশ্বে বিনোদনের এখন আলোচিত মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপ।
বাংলাদেশের দর্শকরাও সেটির বাইরে নন। দেশ-বিদেশের একাধিক অ্যাপ কাজ করছে দেশীয় কনটেন্ট নিয়ে। পাচ্ছে জনপ্রিয়তা, থাকছে সমালোচনাও।
আর এ বিষয়টিকে মাথায় নিয়ে এবার টিভি পর্দায় হবে ওয়েব কনটেন্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশে এমনটা হচ্ছে এবারই প্রথম। সেটি করছেন এসএ টিভির পর্দায়, নির্মাতা নোমান রবিন। অনুষ্ঠানটির নাম ‘ওভার দ্য টপ’।
রবিন জানান, চলতি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এটি প্রচার শুরু হবে। এতে সমালোচক নোমান রবিনের বিপরীতে সঞ্চালক হিসেবে থাকছেন ফুড ও ট্রাভেল ভ্লগার সুমাইয়া চৌধুরী কৃতিকা।
নোমান রবিন বলেন, ‘আমি সাধারণত ক্যামেরার সামনে যেতে চাই না। কিন্তু এসএ টিভি থেকে অনুষ্ঠানের ধরন ও ভাব প্রকাশ করলে আমি রাজি হই। কারণ, প্রডাকশন রিভিউ করার মধ্যেও একটা মজা আছে। অভিজ্ঞতাও হয়।’
অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম জানান, দেশের পাশাপাশি বিদেশি জনপ্রিয় ওয়েব সিরিজ নিয়েও তারা রিভিউ করতে চান। এরমধ্যে অনুষ্ঠানটির বেশক’টি পর্বের শুটিংও হয়েছে।
যেখানে রিভিউ করার স্বার্থে অনুষ্ঠানের অতিথি ও সঞ্চালক বিভিন্ন পর্বে হাজির হবেন নানা গেটআপে।