বিচিত্র প্রতিদিনঃ ইদানীং অনেকেই ‘মুখোশধারী’ হতে নারাজ। মানে, মাস্ক পরতে বেজায় অনীহা। অথচ করোনাকালের শুরুতে অনেকেই মাস্কের দোকানে হামলে পড়েছিলেন।
কেউ কেউ গুদামজাত করেছেন বলেও শোনা গেছে। এখন যদি ব্যবহারই না থাকে, তাহলে সেই মাস্কগুলোর কী হবে? আশার কথা হলো, মাস্ক কেবল মুখ ঢাকতেই নয়, আরও অনেক কাজের কাজি। এর আরও অনেক ব্যবহারই আছে, যা হয়তো আপনার অজানা। জেনে নিন সেসব…
১. আজকাল অনেকেই করোনা ও মাস্কের ‘খ্যাতা পুড়ছেন’। পুড়তেই পারেন; কারণ, ‘আমরা করোনার চেয়ে শক্তিশালী’!
২. চেয়ারের হাতলে কনুই ঠেস দিতে দিতে কালশিটে পড়ে যায়। মাস্কের কনুইবন্ধনী কালশিটে পড়তে দেবে না।
৩. যার মাস্ক আছে, তার ফোন চার্জ দেওয়া নিয়ে চিন্তা নেই। ফোন হ্যাঙ্গার হিসেবে দারুণ কাজে আসতে পারে মাস্ক।
৪. মাক্স দিয়ে তৈরি করা সম্ভব নিজের পরিধানের জামা কাপড় এমনকি ভ্যানিটি ব্যাগ ইত্যাদি
আপনার মন্তব্য লিখুন