"জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্নান"এই স্লোগানকে কন্ঠে ধারণ করেই- টাঙ্গাইলের মধুপুরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারি ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা শিউলি এর সভাপতিত্বে- সম্প্রতি কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার( ১২ ডিসেম্বর) মধুপুর জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অডিটোরিয়াম হল রুমে এক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এম, এ, করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, মধুপুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু প্রমুখ।