জিজ্ঞাসা
স্বপ্না বরঠাকুর
আজন্ম দিন ধরে
আমার চোখের দৃষ্টিতে
হাজার স্বপ্ন
ওই যে বস্তির জীবনগুলো
শীতের ঠাণ্ডায়
কেঁপে কেঁপে যে আগুন জ্বলে রাখছে
হৃদয়ের মধ্যে।
ক্ষুধাতুর পেটের জ্বালা
বস্ত্রহীন নাঙঠ শরীর
ওই লোক আমার সমাজের
কঠোর দরিদ্রতার সঙ্গে।
মনে হয়
ওই হৃদয়ের আগুনের মধ্যেও
জ্বলে রয়েছে হাজার স্বপ্ন
নতুন দিনের জন্যে
সমতার জন্যে।
তাদের খাদ্যহীন শীর্ণ দেহ
তীব্র চোখের দৃষ্টিতে
প্রতিভাত হতে পারেন
জীবন জয়ের স্বপ্ন।
ওই স্বপ্নর মধ্যে
আজ জেগে উঠছে হাজার সংগ্ৰামী জনতা
মানুষের মর্যাদার জন্যে
মানুষ মানুষের ভালবাসার জন্যে
ওই স্বপ্নের মধ্যেই
আজ আমার জিজ্ঞাসা
জীবনের সমস্ত রংগুলো বিচ্ছুরিত হোক সবার কাছে!!
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/বিশেষ-দিন/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/সময়ের-উলটোরথে/
[caption id="attachment_5375" align="alignnone" width="225"] লেখক: স্বপ্না বরঠাকুর[/caption]