প্রতিদিনের বাংলাদেশ
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান শনিবার ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান অবতরণ করে।
টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাতে বিমানটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।
এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখের বেশি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাল জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।