দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিন বছরের ভাগনিকে ধর্ষণের অভিযোগে আপন মামাকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট উপজেলায় গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির চাচা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি বাড়ির পাশে শস্যে ক্ষেতে খেলছিল। শিশুটিকে একা পেয়ে তার মামা ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় শিশুটির চাচা মামলা করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মামা ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে অভিযুক্ত লাল মিয়াকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শাহ নেওয়াজ বলেন, রোববার রাত ৮টায় ভিকটিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়েছি। বাড়িতে গিয়ে হাসপাতালের নার্স সার্বক্ষণিক শিশুটির খোঁজ খবর নিচ্ছে। শিশুটির যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে।