ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ লালমনিরহাটের শিক্ষার্থী মিরাজের মৃত্যু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৯, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট।। ছাত্র জনতার আন্দোলনে
রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে লালমনিরহাটের মিরাজ খান (২০) নামে এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মিরাজ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়েছিলেন।

তিনি উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, আর্থিক অসচ্ছলতার জন্য কলেজে ভর্তি হয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন মিরাজ। ছাত্রত্বের টানে ঢাকার যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মিরাজ।

পরিবার ও আত্মীয়স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর অনেক চেষ্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে বুধবার (৭ আগস্ট) নানান চড়াই-উতরাই পেরিয়ে অপারেশন সম্পন্ন হয়।

পরে আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে মরদেহ নিয়ে আসার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, মিরাজ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংবাদ পেয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন