ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনের নিহত শহীদ মিরাজ খানের স্মৃতিস্তম্ভ উন্মোচন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৮, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের ক্যান্টিমোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ মিরাজ খান স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকেলে জেলা শহরের ক্যান্টিমোড়ে সামাজিক সংগঠন পথ এর আয়োজনে কোটা পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার আদিতমারী উপজেলার নিহত শিক্ষার্থী শহীদ মিরাজ খানের স্মৃতিস্তম্ভ উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয় মিরাজ।পরে,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট  মৃত্যুবরণ করেন।
মিরাজ খান স্মৃতিস্তম্ভ উন্মোচন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ মিরাজের বাবা আব্দুস সালাম ও ছোট ভাই মেজবাউল।

এছাড়াও সামাজিক সংগঠন পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল ও সাধারণ সম্পাদক রুহুল আমিন,সাংবাদিক মাসুম মিয়া,শহিদ ইসলাম সুজন, খায়রুল কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে শহীদ মিরাজ এর বাবা সামাজিক সংগঠন পথ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,তারা মিরাজ এর প্রতি ভালোবাসা থেকে এত সুন্দর উদ্যোগ নিয়েছে,সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাবা হিসেবে আমার চাওয়া আমার ছেলের নামে স্মৃতিস্তম্ভটি যেন আজীবন থাকে। একই সঙ্গে,আমার সন্তান সহ অন্য যারা নিহত হয়েছেন,দেশের সমস্ত খুনিদের বিচারের আওতায় এনে বিচার কার্যক্রম অতি দ্রুত চালু করতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন