স্টাফ রিপোর্টার:: ভারতীয় ঢল আর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কুমিল্লায় গুমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ করার কিছু ছবি ছাত্রলীগের বলে প্রচার করতে দেখা যাচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে অনেকগুলো পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের উদ্বেগে এ সংস্কার কাজ করা হচ্ছে বলে প্রচার করছে।
শুক্রবার (২৩ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসের ফ্যাক্ট চেকে জানা যায়, ছবিগুলো ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে প্রচার করা হয়েছে। ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের উদ্বেগে কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ সংস্কার কাজের ছবি এগুলো।
ছাত্রশিবিরের মূল পোস্টটি এখানে আছে। আর ছাত্রলীগের ছবি বলে ছড়িয়ে পড়া পোস্টগুলোর মধ্যে ৮৬ হাজার ফলোয়ারের এই অ্যাকাউন্টির পোস্ট অনেকেই শেয়ার করেন। এছাড়াও একই ক্যাপশনে আওয়ামী লীগপন্থি অনেকে এবং বিভিন্ন পেজ থেকে ছবিগুলো ছাত্রলীগের বলে প্রচার করতে থাকে।